শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বীরমুক্তিযোদ্ধা মনিন্দ্র বাউরী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মে ২৩, ২০১৯

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বীরমুক্তিযোদ্ধা মনিন্দ্র বাউরী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

কমলগঞ্জ প্রতিনিধি
বীরমুক্তিযোদ্ধা মনিন্দ্র বাউরী(৭২) আর নেই। (২২ মে) দিবাগত রাত ২টা ২০ মিনিটে তিনি আলীনগর চা বাগান বড়লাইন নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

(২৩ মে) বৃহস্পতিবার বেলা ১টায় আলীনগর চা বাগান নাচ ঘর প্রাঙ্গনে মনিন্দ্র বাউরীর মরদেহে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। পরে তাকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, কমলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি তদন্ত সুধীন চন্দ্র দাস, আলীনগর চা বাগান সহকারী ব্যবস্থাপক মনীর হোসেন।

পরে বেলা ২টায় আলীনগর চা বাগানস্থ ইটখলায় মনিন্দ্র বাউরীকে সমাহিত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর