কমলগঞ্জে পানির স্রোতে ভেঙে গেছে দুই হাজার মানুষের যাতায়াতের প্রধান রাস্তা

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯

কমলগঞ্জে পানির স্রোতে ভেঙে গেছে দুই হাজার মানুষের যাতায়াতের প্রধান রাস্তা

কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে চলমান বৃষ্টির পানিতে থইথই বিভিন্ন এলাকা। ডুবে গেছে উপজেলার অনেক পুকুর ও মৎস্য খামার। প্লাবিত হয়েছে সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামও। প্রবল স্রোত রয়েছে পাহাড়ি পানি নিষ্কাশনের ছড়ায়। এতে পানির চাপ নিতে না পেরে ভেঙে গেছে সদর ইউনিয়নের তিন গ্রামের মানুষের যাতায়াতের প্রধান রাস্তা। ৭নং ওয়ার্ডের মধ্যে বহমান ‘ছড়ায়’ পাহাড়ি ঢল নেমে রাস্তাটি ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছেন ওই তিন গ্রামের প্রায় ২ হাজারেরও বেশী মানুষ।

ইউনিয়নের ছাতক ছড়া গ্রামের মানুষসহ বেড়াছড়া ও রাজটিলার আংশিক মানুষ ওই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকেন। তাছাড়া দুটি স্কুল, একটি মাদরাসাসহ কলেজ পড়ুয়া ৫শতাধিক ছাত্রছাত্রীদের যাতায়াত এই রাস্তা দিয়ে। এমতাবস্থায় রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর