ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের আওতায় ভানুগাছ রেলওয়ে স্টেশনে যাত্রীদের নিরাপত্তা ও চলাচল নিবিঘœ করণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৫ মে) শনিবার দুপুর ১২টায় কমলগঞ্জ থানার আয়োজনে ভানুগাছ রেলওয়ে স্টেশন প্লাটফ্রমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুষ্কৃতিকারী কর্তৃক ট্রেনে ঢিল ছুড়া ও যাত্রী হয়রানি রোধে বিশেষ আলোচনা করা হয়।
কমলগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা এসআই চম্পক ধামের সঞ্চালনায় ও স্টেশন মাস্টার মো. সেলিম আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, গোলাম মুগ্নি মুহিত, রফিকুল ইসলাম রোহেল, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম সুফি।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক নির্মল এস পলাশ, মোনায়েম খান ও রেলওয়ে স্টেশন সিএনজি (অটোরিক্সা) চালক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আহমেদ প্রমুখ।
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীরা যাতে নির্বিঘেœ যাতায়াত করতে পারেন এবং কোন ধরণের হয়রানির শিকার না হন সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে অনুরোধ জানান বক্তারা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host