ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯
কুলাউড়া সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়ার খুনের মামলায় আব্দুল মান্নান(৬০) নামে এক আসামির যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত।
রোববার (২৬ মে) বিকেলে জেলা ও দায়রা জজ শেখ মো. আবু তাহের এই রায় দেন।
জানা গেছে, ২০০০ সালের ২৭ জানুয়ারি জেলার কুলাউড়া উপজেলার কর্মধা গ্রামে ইউনিয়ন পরিষদের রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রতিপক্ষের আব্দুল মান্নানসহ অনেকে একই গ্রামের ইছাক মিয়ার ছেলে নূরুজ্জামানকে(২৫) লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে আসামি করে মৃতের মামাত ভাই আব্দুর রহিম কুলাউড়া থানায় মামলা করেন।
দীর্ঘ প্রায় দেড় যুগ পর আজ (রোববার) মামলার রায়ে আব্দুল মান্নানকে যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।
মামলার অন্য চার আসামিকে আদালত বেখসুর খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে হাজির ছিলেন।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান খুনের মামলায় এক আসামির যাবজ্জীবন ও চার আসামির বেখসুর খালাসের সত্যতা নিশ্চিত করেছেন।
বিবাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান চৌধুরী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host