আইনজীবী আবিদা হত্যা মামলার তিন আসামী রিমান্ডে

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯

আইনজীবী আবিদা হত্যা মামলার তিন আসামী রিমান্ডে

মৌলভীবাজার সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখায় আইনজীবী আবিদা সুলতানা হত্যা মামলায় তিন আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। ওই তিন আসামী হলো- আবিদা সুলতানার বাসার ভাড়াটে স্থানীয় একটি মসজিদের ইমাম তানভীর আহমদ ও তার স্ত্রী সাদিয়া এবং মা নেহার বেগম। এর মধ্যে তানভীরের ১০ দিন স্ত্রী ও মায়ের ৮দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জসীম উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৮ মে) দুপুরে বড়লেখার জ্যৈষ্ঠ বিচারিক হাকিম হরিদাস তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার রাতে বড়লেখা থানায় নিহতের স্বামী শরীফুল ইসলাম বাদী হয়ে আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে থাকা ভাড়াটিয়া মাধগুল মসজিদের ইমাম তানভীর আহমদকে প্রধান আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় তানভীরের স্ত্রী হালিমা সাদিয়া, ভাই আফসার আলম ও মা নেহার বেগমকেও আসামী করা হয়। এছাড়া এই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে রয়েছেন বেশ কয়েকজন।

গত রোববার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামের পৈতৃক বাড়ি থেকে আইনজীবী আবিদা সুলতানা (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টার যেকোনো সময় তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত আবিদা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের মেয়ে। ঘটনার পর আবিদার পৈতৃক বাড়িতে থাকা ভাড়াটিয়া তানভীর আহমদ (৩০) পালিয়ে যান। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।

এঘটনায় জড়িত সন্দেহে সোমবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউপির বরুনা এলাকা থেকে তানভীরকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর