নিহত আইনজীবী আবিদার মুঠোফোন উদ্ধার

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯

নিহত আইনজীবী আবিদার মুঠোফোন উদ্ধার

মৌলভীবাজার সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখায় খুন হওয়া নারী আইনজীবী আবিদা সুলতানার ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ। এই মামলা গ্রেপ্তার হওয়া আবিদার বাসার ভাড়াটে ও স্থানীয় একটি মসজিদের ইমাম তানভীর আলমের দেয়া তথ্য মতে ফোনটি উদ্ধার করা হয়। সোমবার (২৭ মে) এ বাসা থেকে তানভীর আলমকে আটক করা হয়েছিল। ফোন উদ্ধারের সময় তানভীরকেও সাথে রাখা হয়।

মঙ্গলবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টায় জেলার শ্রীমঙ্গল উপজেলার বরুণা মাদ্রাসা এলাকার একটি বাসা থেকে ইমাম তানভীর আলমের ব্যাগ থেকে মুঠোফোনটি উদ্ধার করে তা জব্দ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, ‘বিকেল সাড়ে ৫টায় ফোন উদ্ধার করা হয়। তানভীর এতেকাফের কথা বলে ওই বাসায় আগে উঠেছিল। সে রিমান্ডে রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবিদার মুঠোফোন উদ্ধার করা হয়।’

প্রসঙ্গত, গত রোববার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামের পৈতৃক বাড়ি থেকে আইনজীবী আবিদা সুলতানা (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। রোববার বেলা বারোটা থেকে সন্ধ্যা ছয়টার যেকোনো সময় তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত আবিদা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের মেয়ে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর