ঢাকা ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯
কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় দরিদ্রদের সাহায্য তহবিল ‘আর্তনাদ’ এর পৃষ্ঠপোষকতায় কুলাউড়া শহরের ৩১ জন এতিম, পথশিশু, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে।
‘ছিনিয়া আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি, ফুরাবেনা কভু যে হাসি জীবনে কখনো হবে না বাসি’ এই স্লোগানকে সামনে রেখে এতিম, পথশিশু, প্রতিবন্ধি ও সুবিধাবঞ্চিদের মুখে হাসি ফোটানোর দৃঢ় প্রত্যয় নিয়ে কুলাউড়ায় গঠিত হয়েছে দরিদ্রদের সাহায্য তহবিল ‘আর্তনাদ’।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৩টায় শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির প্রথম দিনের কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আর্তনাদের তত্ত্ববাবধায়ক অধ্যক্ষ এ.কে এম সফি আহমদ সলমান।
এসময় উপস্থিত ছিলেন- আর্তনাদের প্রতিষ্ঠাতা ও পরিচালক উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, আর্তনাদের সিনিয়র সদস্য ও কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সদস্য রাসেল আহমদ ও রিপন বখস।
আর্তনাদের প্রতিষ্ঠাতা ও পরিচালক উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান এর অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা নিয়ে এই দরিদ্রদের সাহায্য তহবিল আর্তনাদ প্রতিষ্ঠা করেছি। কর্মসূচির অংশ হিসেবে ১ম দিনে ৩১ জন শিশুকে ঈদের নতুন জামা তুলে দেওয়া হয়েছে। নতুন জামা হাতে পেয়ে তাদের মুখে বাঁধভাঙা হাসি দেখে আমাদের দায়িত্ববোধ আরও অনেকটা বেড়ে গেলো। ঈদের আগ পর্যন্ত বিভিন্ন এলাকায় আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সবশেষে আর্তনাদের পাশে থেকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host