উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপিকে আইএস কর্তৃক হত্যার প্রতিবাদে বিক্ষোভ-প্রতিবাদ

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপিকে আইএস কর্তৃক হত্যার প্রতিবাদে বিক্ষোভ-প্রতিবাদ

কমলগঞ্জ প্রতিনিধি
সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে এমন তথ্য দিয়ে একটি উড়োচিঠি এসেছে। উপাধ্যক্ষ শহীদের শ্রীমঙ্গলস্থ বাসার ঠিকানায় ১৩ জুন ডাকযোগে চিঠিটি আসে। অনুরূপ একটি চিঠি এসেছে কমলগঞ্জ থানায়ও। হত্যার ষড়যন্ত্রের তথ্য সম্বলিত চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন উপাধ্যক্ষ আবদুস শহীদ ও কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান।

হাতে লেখা চিঠিতে উল্লেখ করা হয়- ‘উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপিকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। হিজমা থেরাপি এন্ড রুকিয়া সেন্টার, কুসুমবাগ, মৌলভীবাজার এসএ পরিবহনের পূর্ব পাশে দোতলা থেকে তা পরিচালনা করা হচ্ছে। ষড়যন্ত্রকারী আইএস মৌলভীবাজার জেলার পরিচালক তাজুল ইসলাম লুলু, গ্রাম দরগাহপুর, পোস্ট বৃন্দাবনপুর কমলগঞ্জ, মৌলভীবাজার। তার চাচা বিশিষ্ট রাজাকার আব্দুল হক (মাস্টার ছিলেন) বর্তমানে মৃত। টাকার ব্যবস্থা হচ্ছে জামিমা স্টোর রাজদীঘিরপাড় কমলগঞ্জ, মৌলভীবাজারের স্বত্তাধিকারী ফজলুর রহমানের বিকাশসহ বিভিন্ন হুন্ডির মাধ্যমে যা আসছে লন্ডন ও আমেরিকা থেকে’।

চিঠির খামের উপরে প্রেরক হিসেবে লিখা আছে- ‘সুজন মিয়া, কদমতলী, সিলেট’।

আব্দুস শহীদ এমপির ব্যক্তিগত কর্মকর্তা ইমাম হোসেন সোহেল জানান, ১৩ জুন বৃহস্পতিবার বিকেলে ডাক বিভাগ থেকে চিঠিটি আসে শ্রীমঙ্গল শহরের আর কে মিশন রোডের বাসার ঠিকানায়। সংসদ সদস্য দিনের কর্মসূচি শেষ করে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চিঠিটি খুলে দেখেন।

উক্ত বিষয়ে কেন্দ্র করে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভানুগাছ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি ভানুগাছ বাজারের প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ বাজারের চৌমুহনী চত্ত্বরে আসে এবং সেখানে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা যুবলীগের আহবায়ক জুয়েল আহমদ, ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে উক্ত উড়ো চিঠির ব্যপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এই কমলগঞ্জ শ্রীমঙ্গল শান্তির জায়গা এখানে স্বাধীনতা বিরুদ্ধে কোন শক্তি আগে ছিল না। আর স্বাধীনতা বিরোধী কোন শক্তি মাথা নাড়া দিলে আমরা তা শক্ত হাতে প্রতিহত করব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর