ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব (১৯৭১-৭৫), প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ নৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন, প্রবাসীরা হল দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার অগ্রসৈনিক, উন্নত দেশ বিনির্মাণে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। তাই সরকার প্রবাসীদের উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার। প্রবাসীদের যেকোন সমস্যা সমাধানে সরকারের হাত প্রসারিত থাকবে।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সেন্টার ফর এনআরবি দুবাইয়ের আন্তর্জাতিক কনফারেন্সে হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এনআরবি’র সভাপতি শেকিল চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক তিশা সেনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান,
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনস্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।
আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশী কমিউনিটির সিনিয়র নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরী, অধ্যাপক এম এ সবুর, নুর মোহাম্মদ ও জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির বানী পাঠ করেন অধ্যাপক এম এ সবুর, প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন মিস মায়মুনা লিজা।
সভায় বক্তব্য রাখেন- কমিউনিটি নেতা ইসমাইল গনি চৌধুরী, কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম, কমিউনিটি নেতা আবু হেনা চৌধুরী, নারী নেত্রী মিসেস কাউসার নাজ নাসের, সিরাজুল ইসলাম নওয়াবসহ আরো অনেকে।
বক্তারা প্রবাসীদের উন্নয়ন ও সমস্যা সমাধানের অনেক দাবী দাওয়া তোলে ধরেন। প্রধান অতিথি যৌক্তিক দাবীগুলো বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন। সেই সাথে প্রবাসীদেরকেও দেশের মান সমুন্নত রাখতে এবং সংযুক্ত আরব আমিরাতের আইন কানুন মেনে চলতে পরামর্শ প্রদান করেন।
পরে সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের হাতে সম্মাননা ক্রেস্ট তোলে দেন প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host