কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা তদন্তে দুইটি কমিটি গঠন

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা তদন্তে দুইটি কমিটি গঠন

কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (২৪ জুন) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্বাঞ্চল) মো. মিজানুর রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, চিফ ইঞ্জিনিয়ার আবদুল জলিল, চিফ পিএসপি মইনুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (সিওপিএস) চিফ সুজিপ কুমার।

এছাড়া কেন্দ্রীয়ভাবে ৫ সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিতে রয়েছেন- চিফ সিগন্যাল এন্ড কমিনিউকেশন মঈনুল ইসলাম, সিওপিএস সুজিত কুমার, রেলওয়ের মহাপরিচালক কাজী রফিকুল আলম, অতিরিক্ত সচিব মো. মুজিবুর রহমান, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মিজানুর রহমান।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রোববার রাতে তাৎক্ষণিকভাবে সিলেটে বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন আহমদ চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোমবার সকাল ৮টায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন।

কুলাউড়ার রেলওয়ের ঊর্ধ্বতন প্রকৌশলী জুয়েল হোসাইন জানান, প্রায় ২শ মিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল থেকে ২ শতাধিক শ্রমিক মেরামত কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত রেললাইন মেরামত কাজ সম্পন্ন হবে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল বলেন, দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা উদ্ধার কাজে অংশ নেন। পরবর্তীতে খবর পেয়ে মৌলভীবাজারের প্রায় সবক’টি থানার পুলিশ উদ্ধার কাজে যোগ দেয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, ট্রেন দুর্ঘটনার কারণ জানা যায়নি। ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেহেতু, রেলওয়ের স্পেশালিস্ট ছাড়া দুর্ঘটনার কারণ বলা যাবে না। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সিলেট বিভাগীয় কমিশনার মো. মেজবাহ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, যত দ্রুত সম্ভব রেললাইন মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে কাজ করছেন শ্রমিকরা। আশাকরি সন্ধ্যার দিকে অবস্থা স্বাভাবিক হয়ে আসবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন বলেন, সোমবার সন্ধ্যা থেকে কুলাউড়া থেকে ঢাকা-চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেন চলাচল শুরু হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর