জুড়ীতে ফিসারী থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯

জুড়ীতে ফিসারী থেকে যুবকের লাশ উদ্ধার

জুড়ী সংবাদদাতা
মৌলভীবাজারের জুড়ী উপজেলার একটি ফিসারী থেকে এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার বেলাগাঁ গ্রামের একটি ফিসারী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া যুবকের নাম এশাদ আলী (২৩)। সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও পূর্বপার নিবাসী মৃত রুক্কু মিয়া’র পুত্র। এশাদ গত তিনদিন থেকে নিখোঁজ ছিল বলে তার পরিবার থেকে জানা গেছে। নিখোঁজের বিষয়ে জুড়ী থানায় সাধারণ ডায়রিও করা হয়েছে। অবশেষে মঙ্গলবার তার ভাসমান মৃতদেহ উদ্ধার করলো পুলিশ।

এশাদের বড় ভাই ইউসুফ মিয়া জানান, গত শনিবার বিকেল সাড়ে তিনটায় প্রতিবেশী রূপ মিয়া বাড়ি থেকে এশাদকে ডেকে হাওরে হানিফের মালিকানাধীন ‘বেড় জাল’ বাইতে নিয়ে যায়। সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান মিলেনি। পরদিন রবিবার বিকেলে জুড়ী থানায় সাধারণ ডায়রি করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির নিকটবর্তী খালের উত্তর পাশে ইনুছ মিয়ার মালিকানাধীন একটি ফিসারীতে কচুরিপানার নিচে মানুষের ভাসমান পা দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উত্তোলণ করলে সেটি এশাদের লাশ বলে সনাক্ত করা হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর