বিএনপির সংবাদ সম্মেলন : আহ্বায়ক পুনর্বহাল

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৯

বিএনপির সংবাদ সম্মেলন : আহ্বায়ক পুনর্বহাল

কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় গত ১৫ জুনের সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে ষ্টেশন চৌমুহনী স্থানীয় কার্যালয় এক সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপি।
রোববার ৩০জুন দুপুর ১২টায় সাংবাদিক সম্মেলনে কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক পদে আবেদ রাজাকে পূূর্নবহাল ও দ্রুত সম্মেলন করার জন্য কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলা বিএনপির বিশেষ সভায় বিএনপি নেতৃবৃন্দ আবেদ রাজাকে জেলা বিএনপি কর্তৃক আহবায়ক পদ থেকে অপসারণের চিঠি প্রত্যাখান করে আহবায়ক হিসাবে পুনরায় বহাল করার সিদ্বান্ত নিয়েছেন। এ সিদ্বান্ত জেলা সহ সভাপতি ও কেন্দ্রের কাছে লিখিত আকারে পাঠানো হবে।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা বলেন, ‘বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহ-সভাপতি ডা: এ জেড এম জাহিদ হোসেন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবনের অনুরোধে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান কর্তৃক স্তগিত সম্মেলন ও কাউন্সিল ২০১৯ বিষয়ে মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করীম ময়ুনের বাসভবনে জেলা বিএনপির ৫ জন এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূূর্ণ পরিবেশে সভা চলাকালীন সময় এম নাসের রহমানের উপস্থিতিতে আলোচনা করে সামগ্রিকভাবে জটিলতা নিরসনের জন্য আমি (আবেদ রাজা) প্রস্তাব করলে নেতৃবৃন্দ জেলা সভাপতির উপস্থিতির বিষয়ে অপারগতা প্রকাশ করলে সভাটি মুলতবী হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন মারফতে জানা যায়, একটি চিঠির মাধ্যমে আমাকে (আবেদ রাজা) কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক পদ থেকে অপসারণ করা হয়েছে।’ জেলা বিএনপির এমন সিদ্বান্ত প্রত্যাখান করে রোববার কুলাউড়া বিএনপি নেতৃবৃন্দ আমাকে (আবেদ রাজা) আহবায়ক পদে পূর্নবহাল করেছেন বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। এর পাশাপাশি অবিলম্বে কুলাউড়া বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণার জন্য কেন্দ্রের প্রতি আহবান জানানো হয়। আবেদ রাজা আরও বলেন, জেলা বিএনপির এমন সিদ্বান্ত বিএনপির কেন্দ্রীয় মহাসচিব ও যুগ্ন মহাসচিবকে অবহিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রবীন বিএনপি নেতা আশরাফ আলী চৌধুরী, আহবায়ক কমিটির সদস্যবৃন্দ জয়নাল আবেদিন খান, মো: শহীদুল্লাহ, জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি সারোয়ার আলম বেলাল, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা শ্রমিকদল নেতা সিরাজ উদ্দিন বুলু, বিএনপি নেতা প্রভাষক শামীম আহমদ, ভুকশিমইল বিএনপির সভাপতি তারু খান, কর্মধা বিএনপির সভাপতি আিব্দুল মন্নান, শরীফপুর বিএনপির সম্পাদক হারুন মিয়া, টিলাগাও ইউনিয়ন সভাপতি মোশাহিদ আলী, রাউৎগাও ইউনিয়ন সভাপতি বদরুল হোসেন, শ্রমিক দল উপজেলা সম্পাদক আব্দুস সামাদ ও মুক্তিযদ্ধ প্রজম্ম দলের উপজেলা আহবায়ক আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর