ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯
শ্রীমঙ্গল সংবাদদাতা
শ্রীমঙ্গলে রোহিঙ্গা সন্দেহে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বুধবার ৩ (জুলাই) বিকেল ৫টায় ভানুগাছ রোডস্থ নাসির টি হাউস থেকে সাহায্য নিতে আসলে ওই যুবককে সন্দেহজনকভাবে আটকে রেখে লোকজন শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করে। পরিচয়ে তার নাম মো. রফিক বলে জানিয়েছে। এছাড়া কোন ঠিকানা বা পূর্ণাঙ্গ পরিচয় উপস্থাপন করতে পারেনি।
নাসির টি হাউসের পরিচালক জাহিদ আহমেদ জানান, আমরা কয়েকজন দোকানে বসা ছিলাম হঠাৎ করে যুবকটি সাহায্যের জন্য আসে। তখন তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে সঠিকভাবে কথা বলতে পারেনি। তার কথা বার্তায় আমাদের মনে হয়েছে সে রোহিঙ্গা হতে পারে। তাকে রোহিঙ্গা সন্দেহ করে আমরা সাংবাদিক ও পুলিশকে খবর দেই।
শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত সোহেল রানা জানান, যুবককে ধরে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যুবকটি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি। তার ভাষাও আমরা কেউ বুঝতে পারিনি, আমাদের ভাষাও সে বুঝতে পারেনি। এখনো কিছু বলা যাচ্ছে না। আমরা রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগের চেষ্টা করছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host