শ্রীমঙ্গলে ইসকন মন্দিরে চুরি

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯

শ্রীমঙ্গলে ইসকন মন্দিরে চুরি

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সবুজবাগ এলাকার ইসকন পরিচালিত শ্রী শ্রী নিতাই গৌর জিউর মন্দিরের গুন্ডিচা মন্দিরে চুরির ঘটনাটি ঘটে।

এদিকে ঘটনার পর পরই প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।

ইসকন শ্রীমঙ্গলের প্রচার সম্পাদক সংকীর্তন প্রাণ নিতাই দাস বলেন, রথযাত্রা উপলক্ষে মন্দিরে নয় দিনব্যাপী অনুষ্ঠান চলছে। শনিবার দিবাগত রাতে চুরেরা মন্দিরের পিছনের দিকের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে। মন্দিরের কাঠের দান বাক্স মন্দিরের পিছনে নিয়ে গিয়ে ভেঙে আনুমানিক ২৫হাজার টাকা নিয়ে যায়। এসময় হারমোনিয়াম, খুল, করতাল, মন্দিরের মূল্যবান দ্রব্যাদি চুরি করে নিয়ে যায় তারা।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখছি। মামলার প্রস্তুতি চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর