শ্রীমঙ্গল থেকে নিখোঁজ শিশু কুমিল্লায় উদ্ধার

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯

শ্রীমঙ্গল থেকে নিখোঁজ শিশু কুমিল্লায় উদ্ধার

শ্রীমঙ্গল সংবাদদাতা
শ্রীমঙ্গল থেকে নিখোঁজ হওয়া শিশু শামসুল হুদা নাদিমকে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) বিকেলে খেলার মাঠ থেকে নিখোঁজ হয় নাদিম। সে শ্রীমঙ্গল শহররে নিউ পূর্বাশা এলাকার বাসিন্দা ফরিদ মিয়ার পুত্র ও উদয়ন উচ্চ বিদ্যালয়রে প্রাথমিক শাখার ৫ম শ্রেণির শিক্ষার্থী।

নাদিমের পরবিার সূত্রে জানা যায়, শনিবার বিকলে ৫টার দিকে কুমিল্লা রেল স্টেশন থেকে নাদিম শ্রীমঙ্গলে তার মাকে ফোন করে কুমিল্লা রেল স্টেশনে অবস্থানের কথা জানায়। এরপর নাদিমের মা কুমিল্লায় অবস্থানরত তার আত্মীয় স্বজনদের ফোন করে কুমিল্লা রেল স্টেশনে পাঠান। পরে তারা নাদিমকে উদ্ধার করে তাদের বাসায় নিয়ে যান। বর্তমানে নাদিম কুমিল্লায় আত্মীয়ের বাসায় রয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

শুক্রবার বিকেল থেকেই নাদিমকে পাওয়া যাচ্ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিলো তাকে অপহরণ করা হয়েছে। সেই সন্দেহে রাতে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরীও করেন নাদিমের বাবা ফরিদ মিয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর