ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯
মৌলভীবাজার সংবাদদাতা
মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের দুইদিন পর শিপুল আহমদ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে হাকালুকি তীরবর্তী কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই যুবক উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত আহমদ মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত ১৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে শিপুল বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারের একটি চায়ের দোকানে চা খেয়ে চলে যায়। এরপর থেকে সে আর বাড়িতে আর ফিরে আসেনি। দুই দিন ধরে পরিবারের সদসরা অনেক খোঁজাখুজি করে তাঁকে না পেয়ে শনিবার দুপুরে জুড়ী থানায় জিডি করতে যায়। ওই সময় পুলিশের কাছে খবর আসে কুলাউড়া জুড়ী সড়কের পাশে হাকালুকির তীরবর্তী জায়ফরনগর ইউনিয়নের একটি বিলে এক যুবকের ভাসমান লাশ পাওয়া গেছে। পরে পুলিশ ও শিপুলের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ সনাক্ত করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host