ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮
বড়লেখা সংবাদদাতা
বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ব্যবসা প্রতিষ্ঠানকে ৬২হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বেলা দুইটায় বড়লেখা পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন।
স্থানীয় সংবাদসূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরণ ও পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর বিভিন্ন ধারায় বৈশাখি রেস্টুরেন্টকে ৪০ হাজার, জনতা মিষ্টি ঘরকে ১৫ হাজার, উজানভাটি রেস্টুরেন্টকে ৫ হাজার, পুষ্প মিষ্টি ঘরকে ২ হাজার এবং গবিন্দাস রেস্টুরেন্টকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবিষ্যতে যাতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরণ ও পরিবেশন না করা হয়, সেজন্য এসব ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host