ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিােভের প্রস্তুতিকালে আটক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ ৮ নেতাকর্মীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
অন্য ৭ জন হলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আলী হোসেন বাচ্চু, জেলা বিএনপির কার্যকরি কমিটির সদস্য মঈন উদ্দিন, বিএনপি কর্মী আল মামুন, আকবর আলী ও সজীব।
বিােভের প্রস্তুতিকালে বুধবার পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে নেয় পুলিশ। আদালেতে আসামীপরে আইনজীবী জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর না করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মঙ্গলবার জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিােভের প্রস্তুতিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host