ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদন :::
বড়লেখায় চার সন্তানের এক জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নিজবাহাদুরপুর ইউপির উত্তর চান্দ্রগ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শরীফা বেগম (৪৬) উপজেলার উত্তর চান্দগ্রাম এলাকার রমিজ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীফা বেগম দীর্ঘদিন ধরে নানা কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন।মঙ্গলবার সকালে ঘরে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বড়লেখা থানার এসআই মিন্টু চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ধারনা মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য নিহতের পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে লাশ পরিবারের কাছে হস্তাšন্তর করা হবে। এ ব্যাপার থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বরে জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host