কমলগঞ্জে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

কমলগঞ্জে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদন
মৌলভীবাজারের কমলগঞ্জে ৬০পিছ ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।বৃহস্পতিবার রাতে উপজেলার আদমপুর আধকানী সড়কের তেরাব আলীর বাড়ির সামন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো,উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে নজিব আলী (২৫) ও একই গ্রামের খলিল মিয়ার ছেলে তোয়াবুর রহমান (২৪)।
স্থানীয় সংবাদসূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানাপুলিশের একটি দল রাত আটটায় আদমপুর-আধকানী সড়কের তেরাব আলীর বাড়ির সামনে নজিব আলী ও তোয়াবুর রহমানকে আটক করে। আটকের পর তাদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর