ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইসবপুর গ্রামের তামিম রিসোর্টের পাশের ধানক্ষেত থেকে প্রায় পাঁচ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) অজগর সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব বলেন, শুক্রবার সকাল বেলা গ্রামের কৃষকরা ধানক্ষেতে কাজ করতে গেলে তারা সাপটি দেখতে পান। তারা আমাদের খবর দেন। আমরা দ্রুত গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসি। সাপটি বর্তমানে সুস্থ অবস্থায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রয়েছে। শীঘ্রই এটিকে বনে ছেড়ে দেয়ার ব্যবস্থা করা হবে।
বনে অজগর সাপের খাদ্য ও বাসস্থান এর অভাবের কারণে খাদ্যে সন্ধানে বন ছেড়ে প্রায়ই অজগর সাপ লোকালয়ে চলে আসছে বলেও তিনি জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host