রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ উদযাপন উপলক্ষে জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ’র সভা

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯

রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ উদযাপন উপলক্ষে জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ’র সভা

ডেস্ক প্রতিবেদন : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষ উদযাপন উপলক্ষে জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় টিলাগড়স্থ কাউন্সিলর কণার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ এর সিলেট শাখার সভাপতি সংরক্ষিত সিসিক কাউন্সিলর নাজনীন আক্তার কণার সভাপতিত্বে এবং জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক শাহ জুনেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ জাবের এর যৌথ পপরিচালনায়া সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, দেশ-বিদেশ সুনাম অর্জন করবে সিলেটের রবীন্দ্র স্মরণোৎসব আয়োজন। দলমতের উর্ধ্বে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সকল আয়োজন সফল ও স্বার্থক করে তুলতে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।

.
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শেখ আক্তার হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনিস রহমান।
আ্েরা বক্তব্য রাখেন,যুব সংগঠক আফিকুর রহমান আফিক, জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ এর সহ সাংগঠনিক সম্পাদক ফুজায়েল আহমদ, মাসিক চন্দ্র বিন্দুর সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি মিজান মোহাম্মদ, কবি ইমরান আহমদ, কবি বিউটি পাল, কবি জয়নাল আবেদীন বেগ, কবি লিটন দাশ, কন্ঠ শিল্পী বাহা উদ্দিন, কবি শহিদুল ইসলাম লিটন, পূতিশ চক্রবর্তী,কবি চন্দ্র শেখর দেব,কবি জ্যোতিময় দাশ,অধ্যাপক সিরাজুল হক, ইকবাল কবির শামীম, মাসুম আহমদ, মারুফ আহমদ, বদরুল আমিন, কবি লাহিন নাহিয়ান, জাহেদ আহমদ, কাঙ্গাল দুলাল প্রমুখ।

সর্বশেষ ২৪ খবর