ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯
মিসবাহ উদ্দিন,বিয়ানীবাজার ঃ বিয়ানীবাজারে মেয়ের সাথে প্রেমে বাধা দেয়ায় প্রেমিকার বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে আব্দুল মুবিন লিমন (১৮) নামের এক প্রেমিকের বিরুদ্ধে। গত শনিবার উপজেলার লাউতা ইউনিয়নের নন্দিরফল এলাকায় এ ঘটনা ঘটেছে। হতভাগ্য পিতার নাম নজরুল ইসলাম (৪২)। তিনি পেশায় একজন রাজ মিস্ত্রি ছিলেন। ঘটনায় পর দিন রবিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার লাউতা ইউনিয়নের মুহিব আলীর পুত্র আব্দুল মুবিন লিম কে গ্রেফতার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায় ও বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর সংবাদ সম্মেলনে জানান, নিহত নজরুলের মেয়েটির সঙ্গে আব্দুল মুবিন লিমনের প্রেমের সম্পর্ক ছিল। উক্ত প্রেমের ঘটনা নজরুল ও তার স্ত্রী হাছনা বেগম জানার পর মুবিনের সাথে মেয়ের যোগাযোগ করা বন্ধ করে দেয়। যোগাযোগ বন্ধ হওয়ার পর ক্ষোভে নজরুলকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় মুবিন। শনিবার নজরুল ইসলামকে রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে মোবাইলে কল করে ঘটনাস্থলে ডেকে নিয়া যায় মুবিন। নজরুল ইসলাম ঘটনাস্থলে পৌছার সাথে সাথে রাতের অন্ধকারে মুবিন কাঠের রুইল দিয়ে ভিকটিমের মাথার পিছনে ও সামনে আঘাত করে পরে ধারালো ছোরা দিয়ে নজরুলের গলায় গভীর কাটা রক্তাক্ত জখম করে নৃশংসভাবে হত্যা করে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host