ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০
ক্রীড়া ডেস্ক : ‘গোড়ায় গণ্ডগোল’ বাংলাদেশে বহুল প্রচলিত প্রবাদ এটি। এবারের বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডার্স টিমের ক্ষেত্রে এই প্রবাদটি খাটে খুব ভালোভাবে। আসরের শুরুর দিকে ক্রিশ্চমার সান্তোকির নো বল দিয়ে যার শুরু, তা চলমান রয়েছে তাদের বিপিএল পাটচুকে যাওয়ার পরও।
দলের ভেতরকার অনেক ব্যাপার নিয়ে অভিযোগ খোদ দলের অধিনায়ক আন্দ্রে ফ্লেচারেরই। মোসাদ্দেক হোসেন চোটে পড়ায় অধিনায়ক হওয়া ফ্লেচার সেসব অভিযোগ জানাতে দেখা করতে চেয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে। কিন্তু তা সম্ভব হয়নি, শেষ পর্যন্ত বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন এই ক্যারিবীয়ান।
ফ্লেচার দেখা করার ব্যাপারটি স্বীকার করলেও কোন অনিয়মের ব্যাপারে অভিযোগ করেননি বলেই দাবি বিসিবি সিইওর, ‘অনিয়ম নয়। ওর কিছু বিষয় ছিল। এগুলো নিয়ে আলোচনা করেছে। মাঠ নিয়ে কথা বলেছে। আরো কিছু বিষয় নিয়ে কথা বলেছে। যদি (ফ্লেচারের দেখা করতে আসা নিয়ে) নেতিবাচক কিছু ছড়িয়ে থাকে, সেগুলো ঠিক না।’
সেই সঙ্গে তিনি আরো বলে রেখেছেন, ‘খেলোয়াড় থেকে শুরু করে সবাই ভালো করেই জানে যে দুর্নীতি বিষয়ে প্রধান নির্বাহীর কাছে রিপোর্টিং হয় না। এটি দুর্নীতি দমন বিভাগে করতে হয়।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host