ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
ডেস্ক প্রতিবেদন : অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, শ্যেনপক্ষীর শিল্পদ্যুতি নামটি আমার কাছে বিরাট ধাঁধা এবং কাব্যিক। কবি মহিউদ্দিন হায়দার একজন শিক্ষক এবং কবি। আর শিক্ষকরা সবচেয়ে বেশি প্রগতিশীল। তার কবিতা পাঠকের চেতনাকে সমৃদ্ধ করবে। তিনি পরিপক্ষ এবং পরিপোক্ত কবি। তার কবিতায় উত্তরাধুনিক কবিতার ছোঁয়া আছে। কবি মহিউদ্দিন হায়দারের কাব্যগ্রন্থ শ্যেনপক্ষীর শিল্পদ্যুতির পাঠোন্মোচন ও সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সোমবার রাতে কবি কালাম আজাদ ফাউন্ডেশনের আয়োজনে পাঠোন্মোচনটি অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি কবি মুকুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিক্ষাবিদ লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.), সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, কেমুসাসের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কলামিস্ট সালেহ আহমদ খসরু, কবি নার্গিস জাহান ও অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর, ব্যাংকার কবি আমিনুল ইসলাম, আব্দুল মালিক রাজু, এডভোকেট শাহ আলম মহিউদ্দিন।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন মাজহারুল ইসলাম জয়নাল ও দোয়া পরিচালনা করেন আব্দুস সবুর।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host