ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০
ডেস্ক প্রতিবেদন : মহান ভাষা আন্দোলন পৃথিবীর ইতিহাসে এক ও অনন্য। ভাষা আন্দোলনের সূত্র ধরেই আমাদের মহান মুক্তিযুদ্ধেন মাধ্যমে স্বাধীনতা অর্জন। সকলকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সুন্দর সমাজ গঠনে সামাজিক সংগঠনের ভূমিকা অপরিসীম। তাই নিঃস্বার্থভাবে আন্তরিকতার সাথে সকলকে এগিয়ে আসতে হবে।
গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় নগরীর ধোপাদীঘির পূর্বপারস্থ মা কমিউনিটি সেন্টারে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম, সিলেটের আয়োজনে মহান শহিদদিবস উপলক্ষ্যে লেখাপাঠ ও আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুসতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ ফোরাম, নিউইয়র্কের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার বিধুভূষণ ভট্টাচার্য, বিশিষ্ট কবি-ভাস্কর সম্পাদক পুলিন রায় ও বিশিষ্ট ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল।
ফোরামের সাধারণ সম্পাদক ছড়াকার রানাকুমার সিংহের সঞ্চালনায় বক্তব্য ও লেখা পাঠে অংশ নেন কবি সুমন বনিক, রসময় ভট্টাচার্য, হরিপদ চন্দ, ইমতিয়াজ সুলতান ইমরান, ডা. শামসুননূর মানব, সুপ্রিয় ব্যানার্জি শান্ত, মুনিরা সিরাজ চৌধুরী, চন্দ্র শেখর দেব, কামাল আহমদ, মেহেদী কাবুল, মোহাম্মদ নুরুল ইসলাম, মো. নাসির উদ্দিন, প্রশান্ত লিটন, এম আলী হোসাইন, লিটন দাস লিখন, আয়শা রুনা, মোঃ আলাউদ্দিন তালুকদার, রওনক আহমদ এনাম, সাজ্জাদ আহমদ সাজু, জান্নাত আরা খান, মিন্টু বৈদ্য, জীবান রায় প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host