ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে বেপরোয়া গতির নাম্বারবিহীন একটি মোটরসাইকেল কেড়ে নিয়েছে আব্দুল করিম নামের এক পথচারীর প্রাণ। নিহত আব্দুল করিম উরফে বেলটই ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বটেশ্বর এলাকার মৃত আলম মিয়ার ছেলে।
ঘটনাটি বুধবার, ২৬ ফেব্রুয়ারি, সন্ধ্যায় ৭টায় উপজেলার জৈন্তিয়া গেইট আইসক্রিম ফ্যাক্টরির সামনে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটগামী বেপরোয়া গতির নাম্বারবিহীন একটি মটর সাইকেল উপজেলার আইসক্রিম ফ্যাক্টরি সামনে রাস্তা পারাপারের সময় আব্দুল করিম (বেলটই) কে ধাক্কা দেয়। এসময়ে স্থানীয়রা তাকে উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, মোটরসাইকেল চালক জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি গ্রামের মৃত আব্দুল হান্নানে ছেলে শামিম আহমদ (২০) মটর সাইকেলসহ পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছেন হাইওয়ে পুলিশের এএস আই কামরুল হাসান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host