ঢাকা ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক : শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় জমে উঠেছে সিলেট জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত একুশে বইমেলা ও লোকসংস্কৃতি উৎসব। আজ উৎসবের তয় দিন। বুধবার মেলার ২য় দিনে আজ বইপ্রেমী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল শিল্পকলা ক্যাম্পাস।
বিকাল সাড়ে তিনটায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত বইমেলা ও লোকসংস্কৃতি উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা।
একদিকে লোকগানের সুর অন্যদিকে নতুন বইয়ের ঘ্রাণ এ যেন এক অন্য রকম আবেস। পাঠকরা তার পছন্দের বইটি কেনার জন্যে এক স্টল থেকে অন্য স্টলে ভীড় জমাচ্ছে।
তথ্যসূত্রে জানা যায় জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয়বারের আয়োজন এটি। ৫ দিনব্যাপী একুশের বইমেলা ও লোকসংস্কৃতি উৎসবের দ্বিতীয় দিনের সাংস্কৃতিক পরিবেশনায় একাডেমির প্রশিক্ষণার্থী মাসুদ পারভেজ ও সানজানা ইসলাম স্বর্ণার উপস্থাপনায় আমন্ত্রিত সংগঠন হিসেবে ছন্দনৃত্যালয়, মুক্তাক্ষর ও দীপ্তশ্রী দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
একক পরিবেশনায় ছিলেন বাউল সৌরভ সোহেল, তাসনোভা জহির তাম্মি, অর্পিতা তালুকদার ও সুস্মিতা তালুকদার। সাংস্কৃতিকপর্বে অংশগ্রহণকারী শিল্পীদের শুভেচ্ছা উপহার বই তুলে দেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। বইমেলায় ঢাকা, সিলেট ও নারায়ণগঞ্জের ১৪টি স্টল অংশগ্রহণ করেছে।
একুশের বইমেলা ও লোকসংস্কৃতি উৎসব চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host