সিলেটে হিজড়াদের উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

সিলেটে হিজড়াদের উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ

ডেস্ক প্রতিবেদন : সিলেট নগরী ও নগরীর বাইরের বিভিন্ন স্থানে হিজড়াদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। ঘর থেকে বের হলেই শহরের বিভিন্ন এলাকায় হিজড়াদের কবলে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন অনেকেই। হিজড়াদের চাহিদামতো চাঁদা না দিলে হারাতে হচ্ছে সম্মানও।

ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে , হিজড়াদের টার্গেট বেশি থাকে বিয়ে বাড়ি ও বর যাত্রী বহনকারী গাড়ি, ট্রেন যাত্রী । বিয়ের গাড়ি দেখলেই দলবেঁধে পথ আগলে রেখে বড় অংকের চাঁদা দাবি করে বরের কাছে। তাদের চাহিদামতো টাকা না দিলে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় বরযাত্রীদের। চাঁদা না দেওয়া পর্যন্ত হিজড়ারা অশালীন অঙ্গভঙ্গি করে। এতে লোকজন বিব্রতকর অবস্থায় পড়েন। সময়মতো নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন না বরযাত্রীরা। তাই সম্মানহানির ভয়ে অসহায় হয়ে হিজড়াদের চাহিদামতো চাঁদা দিয়েই গন্তব্যে যেতে হচ্ছে বরযাত্রীদের। তেমনি অবস্থা ট্রেন যাত্রীদের। সকাল থেকে রাত পর্যন্ত তাদের উৎপাত বেড়েই চলেছে। হিজড়াদের হাত থেকে রেহাই পাচ্ছে না স্কুলগামী শিশু, কিশোর, কিশোরী, নারী-পুরুষ কেউই। টাকা না দিলে মারমুখী হয়ে উঠেছে হিজড়ারা।

ব্যবসায়ীদের কাছ থেকে হিজড়ারা বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে জোর করে । না দিলে ব্যবসায়ীদের ওপর হামলা করছে তারা। সিলেট নগরীর কয়েকজন ব্যবসায়ী জানান, ‘হিজড়াদের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। তাদের চাহিদামতো টাকা বা জিনিসপত্র না দিলে আমাদের উপর হামলা চালায় তারা।’ না হয় বিভিন্ন ধরনের অশালীন গালিগালাজ করতে থাকে। যার কারণে মানসম্মানের ভয়ে হিজড়াদের চাহিদামতো দিতে হচ্ছে আমাদের। হিজড়াদের অত্যাচার দিন দিন বেড়ে গেলেও এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না বলে জানান তারা।

সর্বশেষ ২৪ খবর