ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০
নিজস্ব প্রতিবেদন : সিলেট তথ্য মেলায় সেবা প্রদানের জন্য ১৮ নং স্টলে পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা হচ্ছে। জেলা পুলিশের জন্য নির্ধারিত ১৮ নং স্টলে জেলা পুলিশের পক্ষ থেকে এই সেবা প্রদান কার্যক্রম চলবে দিনব্যাপী। পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করতে শুধু ৫০০/- টাকার ব্যাংক চালান ও পাসপোর্ট এর সত্যায়িত কপি আনতে হবে। মেলায় পুলিশী সেবা দ্রুত প্রদানের লক্ষ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। মেলায় আসা দর্শনার্থীরা মনে করছেন-যেখানে থানায় গিয়ে এই সেবা পেতে অনেকেই হয়রানীর শিকার হতে হয় সেখানে জেলা পুলিশের এই উদ্যোগের ফলে কাছে থেকেই নির্ভেজাল এই সেবাটি গ্রহণ করা খুবই ফলপ্রসু হবে।
উল্লেখ্য, সিলেটের রকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে শুরু হয়েছে দিনব্যাপী তথ্য মেলা। ৩ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ মশিউর রহমান এনডিসি, কমিশনার-সিলেট বিভাগ, সিলেট।
সনাক ও টিআইবির উদ্যোগে দিনব্যাপী তথ্যমেলায় সিলেটের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের প্রদর্শনী স্টলসহ অংশগ্রহণ করেছে। এ ছাড়াও মেলায় প্রাতিষ্ঠানিক তথ্যভাণ্ডার উপস্থাপনসহ দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ, তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host