ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০
ডেস্ক প্রতিবেদন : সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মোনায়েম খান বাবুলের প্রায় ২৭ লক্ষ টাকা আত্মসাৎকারী ব্যক্তি বীরেন দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ মার্চ মঙ্গলবার দুপুর ২টায় সিলেট-ঢাকা মহাসড়ক সংলগ্ন ধরাধরপুর রাস্তার সামন থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
জানা যায়, দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ নেওয়া কর্ণারের ৪র্থ তলায় মেসার্স মোনায়েম খান বাবুল এর অডিট অফিসার, মরহুম ফিরোজ মিয়া চৌধুরী ছেলে আব্দুল মতিন চৌধুরী বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানাধিন আখালিয়ার ব্রাহ্মন শাসন মহল্লার গ্রিন সিটি আ/এ’র বাসিন্দা মৃত রাকেস দত্তর ছেলে বীরেন দত্তকে আসামী করে ১৬ লক্ষ ১১শত টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে গত ১ মার্চ দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ০২, তারিখ- ০১/০৩/২০ইং।
মামলা সূত্রে জানা যায়, বীরেন দত্ত দীর্ঘদিন ধরে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ নেওয়া কর্ণারের ৪র্থ তলায় মেসার্স মোনায়েম খান বাবুল এর প্রতিষ্ঠানে হিসাব রক্ষক হিসেবে কাজ করে আসছেন। বিগত ২৪/০৯/২০১৯ তারিখে প্রতিষ্ঠানের অডিট হয়। অডিটে আসামী সঠিক ভাবে হিসাব এর খাতাপত্র উপস্থাপন করতে পারেনি। অডিটে ১৬ লক্ষ ১১শত টাকা গরমিল পাওয়া যায়। আসামী বীরেন দত্ত ১৬ লক্ষ ১১শত টাকা আত্মসাতের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের বহিতে লিপিবদ্ধ করলেও ব্যাংকে জমা দেয়নি। আসামীকে টাকার বিষয়ে জিজ্ঞাসা করলে ৩ মাসের মধ্যে টাকা পরিশোধের লক্ষ্যে ১৬ লক্ষ ১১শত টাকার আসামী নিজনামীয় ২টি চেক মোনায়েম খান বাবুল বরাবরে জমা দেন।
গত ২৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের বাৎসরিক হালখাতা ছিল। সারাদিন হিসাব নিকাশ শেষে বিকাল অনুমান ৫:২৫টার সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ নামাজে থাকার সুবাদে ক্যাশে থাকা নগদ ৮ লক্ষ টাকা চুরি করে বীরেন দত্ত পালিয়ে যায়। বিষয়টি সাথে প্রতিষ্ঠান প্রধান মোনায়েম খান বাবুলকে আবগত করা হয়। তাৎক্ষণিক ঘটনাটি আসামীর পরিবারকে অবগত করলে তারা উপস্থিত হয়ে টাকা আত্মসাতের কথা স্বীকার করে সমুদয় টাকা অতিদ্রুত পরিশোধের প্রতিশ্রুতি দেয়।
পরবর্তীতে গত ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের অডিটকালীন সময় দেখা যায় আসামী বীরেন দত্ত অন্য প্রতিষ্ঠান লালদিঘিরপারস্থ মেসার্স এম আলী স্টোর থেকে গত ১৫/০৪/২০১৮ইং তারিখে ৫০ হাজার টাকা, ২৯/০৪/১৮ তারিখে ২০ হাজার, ৫/৬/১৮ তারিখে ১৮ হাজার বিভিন্ন তারিখে আরো ৭৩ হাজার ৫ শত টাকা সহ সর্বমোট ১ লক্ষ ৬১ হাজার ৫ শত টাকা আসামী নগদে গ্রহণ করে। অন্য প্রতিষ্ঠান সুনামগঞ্জের মেসার্স সিটি স্টিল কর্পোরশন থেকে ৩০ হাজার টাকা আসামী বিকাশে ৬/১০/১৮ইং তারিখে নগদে গ্রহণ করে। নগরীর মেন্দিবাগস্থ রাকিন ট্রেডার্স থেকে বিভিন্ন তারিখে সর্বমোট ১ লক্ষ ৫ হাজার টাকা আসামী নগদে গ্রহণ করেন। আসামী বীরেন দত্ত টাকা আত্মসাতের উদ্দেশ্যে ৩টি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন তারিখ ও সময়ে টাকা উত্তোলন করে মেসার্স মোনায়েম খান বাবুল প্রতিষ্ঠানে জমা না দিয়ে মোট ২ লক্ষ ৯৬ হাজার ৫শত টাকা এবং প্রতিষ্ঠানের ক্যাশে থাকা নগদ ৮ লক্ষ টাকা চুরি সহ সর্বমোট ১০ লক্ষ ৯৬ হাজার ৫শত টাকা আত্মসাৎ করেছে।
উপরোক্ত টাকাগুলো উদ্ধারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন অডিট অফিসার আব্দুল মতিন চৌধুরী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host