নগরীতে সিএনজি চালকের হাতে অপর চালক খুন!

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

নগরীতে সিএনজি চালকের হাতে অপর চালক খুন!

নিজস্ব প্রতিবেদন : সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় সিএনজি অটোরিকশা চালকের হাতে আরেক সিএনজি অটোরিকশা চালক খুন হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মদিনা মার্কেট সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক মওলুদ হোসেন (৩৫) নগরীর বন কলাপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন যাত্রী তোলা নিয়ে মওলুদ হোসেনের সাথে অটোরিকশা চালক আবু তাহেরের কথা কাটাকাটি হয়। আবু তাহের যাত্রী তুলতে বাধা দেন। মওলুদ হোসেন বাধা উপেক্ষা করে যাত্রী তুলতে চাইলে উত্তেজিত ড্রাইভার আবু তাহের মওলুদ হোসেনের উপর সিএনজি অটোরিকশা তুলে দেন। এতে তিনি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ হত্যাকারী অটোরিকশা চালক আবু তাহেরকে (২৭) আটক করেছে। তিনি বিশ্বনাথের কাজীরবাজার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর