কোম্পানীগঞ্জে শ্রমিক সমাবেশ থেকে পাথর কোয়ারি সচল করার দাবি

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

কোম্পানীগঞ্জে শ্রমিক সমাবেশ থেকে পাথর কোয়ারি সচল করার দাবি

মঈন উদ্দিন মিলন, কোম্পানীগঞ্জ : বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর নির্দেশ মোতাবেক ভোলাগঞ্জসহ উপজেলার সকল পাথর কোয়ারি বন্ধের প্রতিবাদে কোম্পানীগঞ্জের পাথর ব্যবসায়ী -শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯মার্চ সোমবার বিকেলে লাছুখাল বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা লাখো ব্যবসায়ী ও শ্রমিকের রুটি-রুজির একমাত্র উপার্জনস্থল ভোলাগঞ্জসহ কোম্পানীগঞ্জের সকল পাথর কোয়ারি সচল করার আহ্বান জানান। দ্রুত সময়ের মধ্যে পাথর কোয়ারি সচল ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন কার্যক্রম স্বাভাবিক করে না দেয়া হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
উপজেলা স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি ডাক্তার মোঃ আব্দুন নুর সভাপতিত্বে ও শ্রমিক নেতা রিয়াজ উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শামীম আহমদ। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী বাবুল, উপজেলা ষ্টীলবডি নৌকা মালিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মুখলেছুর রহমান, আলমগীর আলম মেম্বার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মোঃ ইকবাল হোসেন, ইউ/পি আওয়ামীলীগ নেতা বুরহান উদ্দিন, শ্রমিক নেতা নুরুল ইসলাম, মোস্তফা আহমদ কাচা, উপজেলা বেলচা শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর