সিলেট আওয়ামী লীগের মুজিববর্ষের অনুষ্ঠানে উইমেন চেম্বারের বর্ণিল আয়োজন

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

সিলেট আওয়ামী লীগের মুজিববর্ষের অনুষ্ঠানে উইমেন চেম্বারের বর্ণিল আয়োজন

ডেস্ক প্রতিবেদন : সিলেট আওয়ামী লীগ মুজিব শতবর্ষের অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, আলোকের পথে নারীর অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
‘নব প্রজন্মেও নব চেতনায় বঙ্গবন্ধু’ স্লোগানকে ধারণ করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ মুজিব শতবর্ষ উপলক্ষে ৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
ধারাবাহিক এই অনুষ্ঠানের ৩য় দিনে সোমবার (৯ মার্চ) বিকাল সাড়ে চারটায় রিকাবিবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নিবেদনে অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নৃত্য পরিবেশন করে ছন্দ নৃত্যালয়ের শিল্পীরা।
সিলেট উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন, সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েব, রুপালী ব্যংকের সাবেক চেয়ারম্যান আহমেদ আল কবির, বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি, সিলেট মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শামিমা চৌধুরী।

আবৃত্তি শিল্পী নাজমা পারভিনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও নারী জাগরণ ঐক্য পরিষদেও সভাপতি সুসমা সুলতানা রুহী।
অনুষ্ঠানে ৪জন সফল নারী উদ্যোক্তা তাদের সফলতার গল্প বলেন। সফল নারী উদ্যোক্তারা হলেন রেশমা জান্নাতুল রুমা, ওয়াহিদ আখলাক, রাবেয়া আক্তার রিয়া, নাসরিন বেগম।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় ছিল গীতবিতান বাংলাদেশ, গীতাঞ্জলী শিল্পীগোষ্ঠী, অর্ণিবাণ শিল্পীগোষ্ঠী, থিয়েটার একদল ফিনিক্স। একক পরিবেশনায় ছিলেন নাজমা পারভিন, অনিমেষ বিজয় চৌধুরী, বিজন রায়, অমিত ত্রীবেদী, রাজিব চৌধুরী, বিথি চন্দ, তরু শাহরিয়ার, নাহিদ বক্স রাকিব প্রমুখ
আয়েজনের ৪র্থ দিন মঙ্গলবার (১০ মার্চ) সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নিবেদনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। ওই অনুষ্ঠানে সিলেটের সকল ব্যবসায়ীসহ সর্বস্থরের মানুষজনকে আমন্ত্রন জানিয়েছেন আয়েজকবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর