চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া বন্ধ

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০

চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি : করোনাভাইরাসের প্রেক্ষাপটে এবার মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশি যাত্রীদের ভারত গমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। শুক্রবার চাতলাপুর অভিবাসন কেন্দ্র সূত্রে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে এর মধ্যে বাংলাদেশে অবস্থানরত ভারতীদের নিজ দেশে প্রবেশ করতে পারবেন।

.
জানা যায়, বৃহস্পতিবার বিকেল থেকে চাতলাপুর অভিবাসন কেন্দ্রের ভারতীয় অংশের কৈলাশহর অভিবাসন কেন্দ্র কোনো বাংলাদেশি ভিসাধারী যাত্রীদের প্রবেশ করতে দেয়নি। চাতলাপুর অভিবাসন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই জামাল হোসেন দেশ রূপান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে এখনো দুই দেশের আমদানি রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, বর্তমানে আমদানি রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। হয়তো কয়েক দিনের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রমও বন্ধ হয়ে যেতে পারে।

সর্বশেষ ২৪ খবর