ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০
ডেস্ক প্রতিবেদন : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সিলেট নগরীর গণপরিবহন ‘নগর এক্সপ্রেস’-এর ভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে নগর এক্সপ্রেসের সর্বোচ্চ ভাড়া ১০টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিনে নগর এক্সপ্রেসের সর্বোচ্চ ভাড়া ২০ টাকা।
.
“নগর এক্সপ্রেস বাস মালিক সমিতি” এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “নগর এক্সপ্রেস বাস মালিক সমিতি” শুধুমাত্র ১৭ মার্চ ২০ টাকার ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। বন্দরবাজার থেকে বটেশ্বর, হাজীগঞ্জ, হেতিমগঞ্জ, টুকের বাজারের যাত্রীরা এই ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন।
.
বাস মালিক সমিতির সভাপতি মখলেসুৃর রহমান কামরান, সকল যাত্রীদের বঙ্গবন্ধুর জন্মদিনে এই বিশেষ ছাড়ের সুবিধা গ্রহণ ও সকল যাতদ্রীদের টিকেট সংগ্রহ করে বাস চলাচল করার অনুরোধ জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host