ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
নিজস্ব প্রতিবেদন : সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দর্শনার্থী প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে এই নিষেধাজ্ঞা আরোপ করলো কতৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। তিনি বলেন, সরকারি নির্দেশনা আসার পর হাসপাতালে দর্শনার্থী নিষিদ্ধ করা হয়েছে। এটি প্রায় ৮০ শতাংশ কার্যকর করা হয়েছে। কিছু কিছু জটিল রোগী থাকায় পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
করোনা পরিস্থিতি যেন মারাত্মক আকার ধারণ করতে না পারে এজন্য সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে নানা ব্যবস্থা। এর অংশ হিসেবেই হাসপাতালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host