করোনাভাইরাস : সিলেটে হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল বন্ধ ঘোষণা

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

করোনাভাইরাস : সিলেটে হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল বন্ধ ঘোষণা

সিলেট :: করোনা ভাইরাস প্রতিরোধে হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয় নিয়ে রোববার (২২ মার্চ) দুপুর ১২ টায় হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ম্যানেজিং ডাইরেক্টর মিজানুর রহমান পায়েল লিখিত বক্তব্যে বলেন, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল বিদেশী বিনিয়োগকারীদের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। করোনাভাইরাসের সম্ভাব্য বিস্তার রোধে আমাদের অতিথি, কর্মচারী এবং স্থানীয় মানুষের স্বাস্থ্যের কথা ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জরুরী ভাবে হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল বন্ধ ঘোষণা করা হয়েছে।
.
মিজানুর রহমান বলেন, করোনাভাইরাস প্রতিরোধে হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যথা- এক. আমাদের সমস্ত কর্মীদের বাধ্যতামূলক ছুটিতে দেওয়া হল, এবং ছুটিকালিন সময়ে সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে এবং বন্ধু বান্ধব ও সব ধরনের সমাবেশ থেকে দুরে থাকতে হবে।
দুই. হোটেল বন্ধকালিন সময়ে হোটেল সম্পূর্ণভাবে পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত করা হবে।
তিন. কর্মীদের প্রত্যাবর্তন ও করোনাভাইরাসের বিস্তার রোধে সকলকে সচেতন করার জন্য আমাদের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
চার. আমাদের কর্মীদের কারো পরিবার করোনাভাইরাস ধারা আক্রান্ত হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে।
পাঁচ. করোনা প্রতিরোধে প্রতিদিন কর্মকর্তা ও কর্মচারীদের শরীরে তাপমাত্রা পরিমাপ করা হবে।
ছয়. জনসমাগম কমানোর লক্ষে দুপুরের স্টাফ খাবার সকলের আলাদাভাবে পরিবেশনের ব্যবস্থা করা হবে।
সাত. করোনা প্রতিরোধে সবাইকে হ্যান্ডগ্লাাভস, মাস্ক ব্যবহার ও কিছুক্ষণ পর পর হাত ধোয়ার ব্যবস্থা করা হবে।
পরিশেষে হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ব্যবসা থেকে মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর