ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
নিজস্ব প্রতিবেদন : মহামারি করোনাভাইরাসের সংক্রামন এড়াতে সিলেট বিভাগে নতুন করে ২৮ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৯ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে ৪ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ২ জন।
.
১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন হয়েছে ৩৭২ জন। আর হাসপাতালের কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩জন। নতুন করে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেট জেলায় ২১৩ জন, সুনামগঞ্জে ৪৭ জন, হবিগঞ্জে ৭৭ জন ও মৌলভীবাজারে ৩৫জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর সহকারি পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে নতুন করে ২৮ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে আর ছাড়পত্র দেওয়া হয়েছে ৩৭৫ জনকে।
.
তিনি আরও জানান, গত ১০ মার্চ থেকে সিলেট বিভাগে মোট ৩ হাজার ৮৮ জন কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৭০ জন। এখন কোয়ারেন্টিনে আছেন ৯১৮ জন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host