ঢাকা ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০
নিজস্ব প্রতিবেদন : ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সিলেটের সকল ব্যবসা প্রতিষ্ঠান। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি সিদ্বান্তকে স্বাগত জানিয়ে এমনটি ঘোষণা দিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরাও ব্যবসা প্রতিষ্ঠানসমূহ ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখবো। মহাদূর্যোগের এই সময়ে ব্যবসায়ীরা বিষয়টি মেনে নিবেন। সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ ও স্ব স্ব স্থান থেকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
.
এর আগে ব্যবসায়ীরা ৪ এপ্রিল থেকে দোকানপাট খোলার ঘোষণা দিয়েছিলো সিলেটের ব্যবসায়ীরা। সরকারি ঘোষণার পর তা বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যান পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host