ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০
নিজস্ব প্রতিবেদন :: করোনাভাইরাস যুদ্ধে ঘরে থাকার নির্দেশনা মানছেন না অনেকেই। যথাযথভাবে মানা হচ্ছে না সামাজিক দূরত্বও। নিয়ম ভেঙে রাজধানীর কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে জনসাধারণের অবাধে চলাফেরা বেড়েছে। অনেকের মুখে মাস্ক থাকলেও একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে বাজার করছেন। আবার বিতরণ কার্যক্রম চালাতে গিয়েও একইভাবে নিয়ম ভাঙ্গার হিড়িক দেখা গেছে। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকেও নিয়ম ভেঙ্গে খাদ্য সহায়তা বিতরণ করতে দেখা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে বিনা প্রয়োজনেও ঘর থেকে রাস্তায় বের হচ্ছেন কেউ কেউ। অলিগলিতে জটলা পাকিয়ে গল্প-আড্ডায় সময় কাটিয়েছেন অনেকে। জরুরি কাজে নিয়োজিত পরিবহনের বাইরে ব্যক্তিগত কিছু গাড়িও রাস্তায় দেখা গেছে। বুধবার এবং আজ বৃহস্পতিবার বিভিন্ন স্থান ঘুরে ও খোঁজ নিয়ে এমন চিত্র দেখা গেছে।
.
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরে থাকার নির্দেশনা প্রায় এক সপ্তাহ মেনে চলেছেন সিলেট নগরীর বাসিন্দারা। কিন্তু গত দু’দিন থেকে রাস্তায় বাড়ছে মানুষের সংখ্যা। বৃদ্ধি পেয়েছে যান চলাচল।
.
সিলেটের রাস্তাঘাটে মানুষের ভিড় কমাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও সিলেটে করোনার সংক্রমণ এড়াতে সমাগম না করে জনগণকে নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানিয়ে অবিরাম প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। মাঠে রয়েছে সেনাবাহিনীও।
.
নগরীর জিন্দাবাজার, সুবিদবাজার, আম্বরখানা, রিকাবীবাজার, লামাবাজার ও বন্দরবাজার এলাকায় ঘুরে দেখা গেছে বিনা প্রয়োজনেই লোকজন রাস্তায় চলাচল করছেন।
.
অবাধ চলাচল করছে যানবাহন। রিকশা, প্রাইভেট কার, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, ঠেলাগাড়িসহ নানা ধরনের যানবাহন যাত্রী ও পণ্য নিয়ে চলাচল করেছে। যানবাহন চলাচল না চললেও বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলিতে তরুণ-যুবকদের দাঁড়িয়ে আড্ডা দিতে দেখা গেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host