ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০
নিজস্ব প্রতিবেদন : করোনার উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি আছেন মোট তিনজন। ৯ এপ্রিল বৃহস্পতিবার হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত মহাপাত্র সিলেট প্রতিদিনকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ভর্তিকৃত ৩ জনের মধ্যে একজনের স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। বাকী ২ জনের শরীর থেকে আজ যেকোনো সময় স্যাম্পল গ্রহণ করা হতে পারে। ভর্তিকৃত তিনজনের মধ্যে একজন গোলাপগঞ্জের, একজন বড়লেখার ও আরো একজনের বাড়ি জকিগঞ্জ বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে বড়লেখা থেকে ভর্তিকৃত রোগীর রিপোর্ট আজ যেকোনো সময় জানা যাবে বলে জানিয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত মহাপাত্র।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host