শামসুদ্দিন হাসপাতালে ভর্তি ৩, আজ রিপোর্ট আসছে ১ জনের

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

শামসুদ্দিন হাসপাতালে ভর্তি ৩, আজ রিপোর্ট আসছে ১ জনের

নিজস্ব প্রতিবেদন : করোনার উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি আছেন মোট তিনজন। ৯ এপ্রিল বৃহস্পতিবার হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত মহাপাত্র সিলেট প্রতিদিনকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভর্তিকৃত ৩ জনের মধ্যে একজনের স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। বাকী ২ জনের শরীর থেকে আজ যেকোনো সময় স্যাম্পল গ্রহণ করা হতে পারে। ভর্তিকৃত তিনজনের মধ্যে একজন গোলাপগঞ্জের, একজন বড়লেখার ও আরো একজনের বাড়ি জকিগঞ্জ বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে বড়লেখা থেকে ভর্তিকৃত রোগীর রিপোর্ট আজ যেকোনো সময় জানা যাবে বলে জানিয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত মহাপাত্র।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর