ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০
ডেস্ক প্রতিবেদন : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবদুল মাবুদ (৫৩) নামের এক ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার লন্ডন সময় সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সিলেট ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। তার দেশের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানায়। ডা. মাবুদের পারিবারিক বন্ধু সাংবাদিক সৈয়দ মনসুর উদ্দীন শেখন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ডা. আব্দুল মাবুদ লন্ডনের রমর্ফোডের কুইন এলিজাবেথ হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ডা. রানী চৌধুরীও লন্ডনের নিউহাম হাসপাতালের চিকিৎসক। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের কুইন এলিজাবেথ হাসপাতালে ২১ দিন ভর্তি ছিলেন ডা. মাবুদ। এরপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host