২৪ জনের রিপোর্ট নেগেটিভ, সিলেটে আরো ১শ’ জনের নমুনা সংগ্রহ

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

২৪ জনের রিপোর্ট নেগেটিভ, সিলেটে আরো ১শ’ জনের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদন : সিলেটে মঙ্গলবার স্যাম্পুল গ্রহণ করা আরো ২৪ জনের রিপোর্ট এসেছে। তবে, সুসংবাদ হলো-এই ২৪ জনের রিপোর্ট এসেছে নেগেটিভ। অর্থ্যাৎ তাদের কেউই করোনা আক্রান্ত নন। সিলেটে প্রথম ধাপের পরীক্ষায় এর আগে আরো ৯৪ জনের রিপোর্টও নেগেটিভ আসে। এই নিয়ে প্রথম দিনে গ্রহণ করা মোট ১১৮ জনের রিপোর্টই একসাথে নেগেটিভ হলো। অর্থাৎ প্রথম ধাপে টেস্ট করা কোনো রোগীর শরীরে লক্ষণ নেই করোনার।
সিলেটে শুরু হয়েছে করোনাভাইরাস পরীক্ষার কাজ। এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে ৭ এপ্রিল মঙ্গলবার ৯৪ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে কারো শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি। আপাতত: তারা করোনামুক্ত হলেও তাদেরকে আরো বেশি করে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ সতর্কতার আহবান জানিয়েছেন।
জানা গেছে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও বাসাবাড়ির বিভিন্ন ব্যক্তির নমুনা সংগ্রহ করে মঙ্গলবার ১১৮ জনের ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।
এদিকে আজ ৯ এপ্রিল সিলেট ওসমানী হাসপাতালে বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক রোগীর টেস্ট গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর