ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরো ২ জন। সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২য় তলায় স্থাপিত ল্যাবে আজ ২৫ এপ্রিল মোট ১৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৭৬ জনের রিপোর্ট আসে নেগেটিভ এবং ২ জনের রিপোর্ট আসে পজেটিভ। অর্থাৎ সিলেট অঞ্চলে নতুন করে আরো ২ জন করোনা আক্রান্ত হলেন। এর আগে বিকেলে হবিগঞ্জে আরো ২০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকা থেকে এই ২০ জনের রিপোর্ট পজেটিভ আসে বলে জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন। এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৭৬ জন। নতুন আক্রান্ত ২ জনের মধ্যে ১ জন হবিগঞ্জ এবং অপরজন মৌলভীবাজারের বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host