ঢাকা ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
বিজয়ের কন্ঠ ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, দেশের ও জাতির জন্য জাতীয় নেতা বরুন রায় মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি ও তাদের ন্যায্য অধিকারের দাবিতে আমৃত্যু লড়াই করে গেছেন। তিনি ত্যাগের রাজনীতি করেছেন, ভোগের জন্য রাজনীতি করেনি। তিনি তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন, ভাসানপানি আন্দোলন, মুক্তিযুদ্ধসহ কৃষক-শ্রমিক-মেহনতি জনতার মুক্তির সংগ্রামের প্রায় প্রতিটি আন্দোলনে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেছিলেন। জাতীয় নেতা বরুন রায়ের মতো জাতীয় চার প্রয়াত নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ, পীর হাবিবুর রহমান, হুমায়ুন রশীদ চৌধুরী, শ্রী সুরঞ্জিত সেন গুপ্তসহ সকলই ছিলেন ত্যাগী নেতা। আমি তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের আদর্শমতে এই দেশের জানীতির ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে।
তিনি মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে দেশ বরেণ্য রাজনীতিবিদ, প্রয়াত জাতীয় নেতা, কমরেড প্রসূত কান্তি বরুণ রায়ের স্মরণে সুনামগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন ও হাওড় উন্নয়ন পরিষদ সিলেটের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও হাওড় উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জিত বর্মনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, সিলেট জেলা বারের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, এপিপি অ্যাডভোকেট আলাউদ্দিন। স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, হাওড় উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সভাপতি মনোরঞ্জন তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এম এ মতিন, আওয়ামী লীগ নেতা মো. বেলাল উদ্দিন, সাংবাদিক খালেদ মিয়া, জাতীয় পার্টি নেতা ইউসুফ সেলু, সমাজসেবী আশিকুর রহমান রাব্বানী, জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি মোশাররফ হোসেন জাকির, শ্রমিক লীগ নেতা মো. নেওয়াজ আহমদ, ছাত্রলীগ নেতা সাগর বিশ্বাস পদ্য, নির্ঝর রায়, মামুন চৌধুরী প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host