ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বাসদ সমন্বয়ক আবু জাফর। সোমবার আবু জাফর বলেন, মহান মুক্তিযুদ্ধে নিজাম উদ্দিন লস্কর ময়না অনন্য অবদান রাখেন। স্বাধীনতার পর থেকে আমৃত্যু সাংস্কৃতিক আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রেখে সুস্থ ধারার সংস্কৃতিকে বিকশিত করার সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে আমরা একজন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন, বহু গুণে গুণান্বিত প্রতিভাবান মানুষকে হারালাম। নিজাম উদ্দিন লস্কর ময়নার মৃত্যু সিলেটসহ পুরো দেশবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি- নিজামউদ্দিন লস্কর ময়নার শোকসন্তপ্ত পরিবারে, স্বজন, শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে আজ সকাল সাড়ে ১১টায় নিজাম উদ্দিন লস্কর ময়নার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার আনা হলে দলের পক্ষ থেকে জেলা সমন্বয়ক আবু জাফর, জুবায়ের আহমদ চৌধুরী সুমন ও প্রণব জ্যোতি পাল এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host