ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২
বিজয়ের কণ্ঠ ডেস্ক
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর। এ অবস্থায় নতুন করে ছাত্রলীগের কোনো জেলা, উপজেলা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন করতে নিষেধ করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি আজ শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এ বিষয়ে দলীয় প্রধানের নির্দেশনা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলন ৩ ডিসেম্বর। নতুন করে ছাত্রলীগ যাতে আর কোনো কমিটি ঘোষণা না করে, তার নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ছাত্রলীগ নতুন করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা সর্বোপরি কোনো শাখার কাগুজে কমিটি দিতে পারবে না।
উল্লেখ্য, আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রলীগের বিষয়াদি দেখভালের দায়িত্বে থাকা নেতাদের মধ্যে বাহাউদ্দিন নাছিম অন্যতম।
আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, অতীতে দেখা গেছে, বর্তমান কমিটির মেয়াদ শেষ পর্যায়ে এসে তড়িঘড়ি কিছু কমিটি অনুমোদন দেওয়ার নজির পাওয়া যায়। এ ক্ষেত্রে পছন্দ–অপছন্দ কিংবা নানা ধরনের অনিয়ম জড়িয়ে থাকে। এ জন্য শেষ মুহূর্তে কমিটি দেওয়া থেকে বিরত থাকার জন্য বারণ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host