ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়ক যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। মহাসড়কটির বিভিন্ন স্থানে অবৈধ গাড়ি পার্কিং, ট্রাফিক পুলিশের শিথিলতা এবং চালকদের অসচেতনতার কারণে দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
চলতি মাসে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন ৪ জন। এর মধ্যে পল্লী চিকিৎসক নুর আলম (৪৫), ট্রাক চালক জীবন আহমদ (২৮), মাহদি (৫) এবং সোমবার (১৭ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভোলাগঞ্জ পর্যটন এলাকায় তানিশা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়। তানিশা সিলেট জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজার নিয়াকুল গ্রামের তানভীর হোসেনের একমাত্র মেয়ে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান- একটি পর্যটনবাহী গাড়ি শিশু বাচ্চাকে ধাক্কা দেয়। সাথে সাথেই শিশুটির মাথায় রক্তক্ষরণে মারা যায়। পুলিশ হসপিটালে গিয়ে সুরতহাল সংগ্রহ করেছে। পরবর্তী আইনিপদক্ষেপ চলমান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host