ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার রণভূমি গ্রামে সাধারণ মানুষের উপর বর্বরোচিত হামলার মূল পরিকল্পনাকারী, বিভিন্ন মামলার পলাতক আসামি ও যুক্তরাজ্য প্রবাসী রাহেল রায়হানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তথ্য অফিসের সামনে দিরাই উপজেলার সচেতন নাগরিক সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আলী আকবর, আক্তার খান, মাহবুব আলম, রাজ উদ্দিন, আনোয়ার মিয়া, খোকন খান, সেলিম খান, হুমায়ুন কবির, তামান্না বেগম ও ইয়াসমিন বেগম।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রেহানা আক্তার, ললী বাবু, আল আমিন, মাসুক মিয়া, রেহেনা বেগম, মনোয়ারা বেগম, নাছিমা বেগম, আলী হোসেন, কামাল হোসেন, নিজাম মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বক্তারা বলেন, চলতি বছরের ৯ মার্চ দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রণভূমি গ্রামে সাধারণ মানুষের উপর বর্বরোচিত হামলা হয়। এই হামলার মূল পরিকল্পনাকারী যুক্তরাজ্য প্রবাসী জামায়াত শিবিরের দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী রাষ্ট্র বিরোধী বিভিন্ন মামলার পলাতক আসামি রাহেল রায়হানের।
তারা বলেন, প্রবাসী রাহেল রায়হানকে দেশে ফিরিয়ে এনে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হউক।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক বাসিন্দা জানান, যুক্তরাজ্য প্রবাসী রাহেল রায়হানের পরিবারের উপর নানা নির্যাতন চালিয়ে যাচ্ছে কতিপয় ব্যক্তিরা। ঘর-বাড়ি ভাংচুরসহ নানা হয়রানি করা হচ্ছে। রাহেল রায়হান দেশে ফিরে আসলে তারও জানমালের ক্ষতির আশংকা রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host